শ্রী দেবের কবিতা || আমারে বধিবে যে হৃদয়ে বাড়িছে সে, জনশ্রুতি ঢুকে পড়ে মিথের ভেতর ও দোল-রঙ

0

আমারে বধিবে যে হৃদয়ে বাড়িছে সে

এই কাল
সাক্ষ্য দিচ্ছে গোপনের,
নিশ্চয় আড়াল করছে প্রকাশ্যেরও;
লিখে রেখেছে স্বেচ্ছায়,
আমারে বধিবে যে হৃদয়ে বাড়িছে সে।

… এই ক্ষণ হতে পার হয়ে গেল কথারা—

পার হয়ে গেলে গন্তব্য,
শ্রী বেরিয়ে পড়ে ভ্রম বিহারে—

ভ্রমর এসে জানান দেয়
অঙ্গ জ্বলনের গান
আগুন লাগার গান—

দা উ দা উ আ গু ন       বধ হয়ে যায় হৃদয়…

 


জনশ্রুতি ঢুকে পড়ে মিথের ভেতর

এত কোলাহলে
জনশ্রুতির ওপর শুয়ে আছে যেনবা কেউ,
পাশাপাশি শুয়ে আছে প্রেম
তারও পাশে দ্রোহ।

অথচ কারও ভেতর জাগে না ঘোর,
জেগে থাকে কেবল এক প্রশস্ত অন্ধকার

…. এই অন্ধকার মাড়িয়ে কীভাবে যাই, বল— সমানে-সামনে!

পেছনে রয়ে যাই, সাথে রয়ে যায় কেবল বিবর্ণ ভান
ভান হারিয়ে গেলেই পাওয়া যায় জলের স্পর্শ
আর হারানো শেষে এইসব জনশ্রুতি ঢুকে পড়ে মিথের ভেতর।

 


দোল-রঙ

থাকে সঙ্গমে, থাকে সংযমে
যেটুক থাকে না কেবল—
উড়ে যায় প্রকাশ্যে কিংবা গোপনে।
তেড়ে আসে ঢেউ হয়ে
ফিরে যায়— মন্থর, পি-ছ-লি-য়ে
রেখে যায় দোল-রঙ
এই
র ম ণ ন গ রে …

 

 

 

 

 

শ্রী দেব
জন্ম: ২০ নভেম্বর, চট্টগ্রাম, বাঙলাদেশ।
প্রকাশিত কবিতার বই: যে টিপ ঈশ্বরীর। সহযোগী সম্পাদক: অকালবোধন।

 

প্রচ্ছদ ও অলঙ্করণ  মেহেরাজ হাসান শিশির

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার