হিমাঙ্কের উচ্চারণমালা || ইহিতা এরিনের কবিতা

0

অলঙ্করণে হিম ঋতব্রত

 

হিমাঙ্কের উচ্চারণমালা

বিস্ময়বিন্দু …
ই হিহি তা উচ্চারণ কর আর দেখ শীতভাব জেঁকে বসেছে শরীরে!

হিমঘ্রাণ প্রত্যাশী উন্মূল দূরত্বে নির্লিপ্ত ছায়ার অংশভাগী সে। মোমের ভাস্কর্য্য! নিজের ছায়ায় ভেঙে যায় জলমুকুর।
মেঘ ও মন্তাজ।

আগুনপোড়াসন্ধ্যা খুলছে পারস্যের গোপন গোলাপ …

বুকের অলিন্দে ছিমছাম বাজতে থাকে মেঘমল্লার রাগ ও বিপন্ন পদাবলী।
অ-ব্যবহারিক শশবিন্দু নদীর নামে আঁকছে নিজের নাম। কত কত মনোভঙিমা হারিয়ে গেছে কমলঝরিয়ার গানে।
ওই এই ম ম করা টান।

তার টুকরা টুকরা চৈত্রদাহ,
বিন্দু ও বিন্দু
ঘামটুপ্টাপ্ গতরের গল্পে শীতভাব উবে গেলে টিকে থাকে যে নাম, তার সর্ব্বনামে চিৎকার ওঠে হি হি তা, ইহিতা ইহিতা!

 

 

 

 

ইহিতা এরিন
জন্ম: ২ জুলাই ১৯৮৭। জন্মস্থান : পটুয়াখালী। পেশা ও নেশা : শিক্ষকতা।

{হিমাঙ্কের উচ্চারণমালা || ইহিতা এরিনের কবিতা [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ, ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থ বিধি (কলিম খান-রবি চক্রবর্তী) ও প্রকৃতিপুরুষ ভাষাদর্শন অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে (যথাসম্ভব) সম্পাদিত ও প্রকাশিত হল।
— সম্পাদকীয়}

প্রচ্ছদ: মেহেরাজ হাসান শিশির

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার