ট্রামরেস আয়ুরেখাপথ || ইহিতা এরিনের কবিতা

0

ট্রামরেস আয়ুরেখাপথ

অঙ্কের গাড়ী— ধর, ১/ ২ /৩—
তাদের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে যে লাশবাহী এ্যাম্বুলেন্স, তার বাঁশী ও ধোঁয়াশাতোলপাড় রেসের মধ্যে একজোড়া চোখ।

           একটা চোখ, ভাগীরথী
           একটা চোখ, অলকানন্দা—

           দূর-সম্পর্কে বোন হয় তারা।

আর এক জীবনানন্দ মনখারাপের ট্রামের নীচে আইসবার্গের মত নিজেরই ভঙ্গুর মাথা ফেলে রেখে তিতিক্ষায় আছেন।

তিনশত ষাট ডিগ্রী ঘুরে এসে ফের-আবার দেখা দিল নিজের ডেডবডী।
ওখানে কলির কৃষ্ণ, তার বাঁশী ও সুরসঙ্গমে বিভোর হলে, বসন্ত অধরাই রয়ে যাচ্ছে আজ!

দশা এই— দীর্ঘশ্বাসে জড়ানো বিষাদের নখে-বুকে রক্তের দাগ! দহন ও দংশন হতে পারে মৃত্যুর যথার্থ বিকল্প সঙ্গীত।

          কৃষ্ণের বাঁশীটী হাতে ধরে ফিরে যাচ্ছিলাম হাতের মসৃণ আয়ুরেখা ধরে। আর কোন বিকল্প মানচিত্র থাকলে বল।

 

 

 

 

 

ইহিতা এরিন
জন্ম: ২ জুলাই ১৯৮৭। জন্মস্থান : পটুয়াখালী। পেশা ও নেশা : শিক্ষকতা।

প্রচ্ছদ ও অলঙ্করণ : মেহেরাজ হাসান শিশির

{“ট্রামরেস আয়ুরেখাপথ || ইহিতা এরিনের কবিতা’’ [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ, ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থ বিধি (কলিম খান-রবি চক্রবর্ত্তী) ও প্রকৃতিপুরুষ ভাষাদর্শন অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে (যথাসম্ভবভাবে) সম্পাদিত ও প্রকাশিত হল।
— সম্পাদকীয়}

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার