এগারো সেপ্টেম্বর । নীলি চেরকোভস্কির কবিতা । তরজমা: আরশাদ সিদ্দিকী

0

এগারো সেপ্টেম্বরে তুমি বিতাড়িত, বিলুপ্ত, সমাহিত
পতিত গাছের নিচে, দিগন্ত উত্তোলিত গ্রামের কাছাকাছি
পাহাড়ি আশ্রমের ঘণ্টাধ্বনিতে
যেখানে তোমার বারো বছর বয়সী কন্যার স্বপ্ন  
উচ্ছেদ হচ্ছে
বুকের ভেতর থেকে কবিতা
সারি সারি বৃক্ষেরা সরে যাচ্ছে দৃষ্টির বাইরে

এগারো সেপ্টেম্বর হৃৎপি- তলিয়ে যেতে থাকে
ঘণ্টাধ্বনিতে, বয়ষ্ক পৃষ্ঠাগুলোর অনভিজ্ঞ পাঠে
তাদের সম্মানে, যারা এসেছে আমাদের আগে
যারা ধ্যানমগ্ন ঠা-া কুঠুরিতে শান্তিতে ঘুমায়

তুমি দরোজা আগলে দাঁড়াবে
প্রবল তুষার ঝড়ের মধ্যে, সুরক্ষিত হাত বাঁধা
এবং যাদুমন্ত্রের
বিশাল কক্ষে যেখানে পুরোহিত
একজন জ্বলজ্বলে উন্মাদ
কে তোমার হৃদয়ে খুঁজে পাবে
ব্যথা এবং স্থৈর্য্য,ে নেমে আসবে নীরবতায়
তারপর একটা কালো কাচের পাত্রে
ওলঙ্গ চা ভাগাভাগি করে নেবে

তুমি অশোধিত গ্রহের কথা বলছো এবং ঠেলে দিচ্ছো পাহাড়ের পাদদেশে,
গভীর তুষার
দূরবর্তী স্বপ্নের আবরণ দিতে পারে, কিন্তু এখানে
জীবনের বোঝাপড়া ফ্যাকাশে হয়ে যায়,
উঁচু নিচু বিন্দুতে মিলায় না

যখন কন্ট্রাকটর আসে
তুমি তার হাতে টিকেট তুলে দাও  
আর সে একটি চাকার কাঁটায় পাঞ্চ বসিয়ে দেয়
ইস্পাতে ইস্পাত ঘর্ষণ হয়
জন্ম হয় একটা পুলিশ রাষ্ট্রের

কোনটা কুমারী বনভূমি ছিলো
আমরা সারিবদ্ধ হয়েছিলাম
একটা ধ্যানকক্ষে, শিকারের পাখি
সাহসী ঠা-া স্রোত, নাম দেওয়া হয়
গভীরভাবে অনুষ্ঠিত ভয়, মর্যাদার জাহাজ
হাতের কাছে নিকটবর্তী, পুরুষদের জড়ো করা অন্ধকারে
কাছ থেকে দূরে
নয়-এগারো একটা মহান উড়োজাহাজ
আমাদের সাধারণ জীবনের দিকে ঠেলে দেয়

নীলি-চেরকোভস্কি

নীলি চেরকোভস্কি।  জন্ম লস এঞ্জেলসে ১৯৪৫ সালে। পড়াশোনা লস এঞ্জেলস স্টেট কলেজে। প্রথম কবিতার বইটি বেরোয় ১৯৯৬ সালে। প্রকাশিত গ্রন্থ-জানোয়ার (১৯৯৬), সময়ের বিপরীত পাঠ (২০০৫), ক্যানিয়নের উজান থেকে (২০০৯)  এবং কাক ও আমি (২০১৫)।
নীলি, চার্লস বুকোওস্কির সাথে যৌথভাবে লস এঞ্জেলসের কবিদের কবিতার সংকলন এবং বিল মোহ্র এর সাথে যৌথভাবে ক্রস-স্ট্রোকেস: লস এঞ্জেলস এবং সানফ্রান্সিসকোর কবিদের কবিতার সংকলন সম্পাদনা করেন।
অস্ট্রিয়া, মেক্সিকো এবং ইতালি থেকে নীলির কবিতার দ্বিভাষিক সংস্করণ প্রকাশিত হয়েছে। এছাড়াও নীলি  চার্লস বুকোওস্কি এবং লরেন্স ফার্লেনহেট্টির জীবনী লিখেছেন। ১৯৭৪ সাল থেকে নীলি সানফ্রান্সিসকোতে বসবাস করছেন। তিনি জ্যাক মুলার কবিতা পুরস্কার পেয়েছেন।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার