সাম্য রাইয়ান’র কবিতা

0

ঘোড়যাত্রা ও আমরা

উন্মাদনার ঘোড়ায় চেপে আমরা পাড়ি জমাই…
                আমাদের কোনো ঠিকানা থাকে না
                               কোনো লক্ষ্য থাকে না
                               কোনো উদ্দেশ্য থাকে না
কিন্তু কি দেখে যেন হঠাৎ মনে হয়:
এভাবে চলাটা আমাদের ঠিক হচ্ছে না,
আর তখনই আমরা
                              গতি বদলাই
                              পোশাক বদলাই
                              চেতনা বদলাই
বদলাই আরো অনেক কিছু
নির্দিষ্ট করি লক্ষ্য ও উদ্দেশ্য
নতুন কোনো ঘোড়ার পিঠে আবারও
অনির্দিষ্ট কালের জন্য পাড়ি জমাই।

দশম শ্রেণির বোধ

মনের মধ্যে বেঁধে রাখি মাতালের সুর।
কতবার ভেবেছি জীবনে
একটা ফুলের মৃত্যুতে কাঁদব না কখনোই;
প্রজাপতিরা যতই কেঁদে উঠুক
অথবা করতে থাকুক সমবেত আর্তনাদ।
প্রতি মুহূর্তে এখানে
আমি নিষিদ্ধ হয়ে যাই
মানুষ নিষিদ্ধ হয়ে যায়
‘কবিতা’ নিষিদ্ধ হয়ে যায়
প্রেম-প্রকৃতি নিষিদ্ধ হয়ে যায়…
আমি তো একটা পিঁপড়ে
সারাদিন খেটে-খুটে খাদ্য জড়াই।
কখনো সমস্ত শ্রমের বিনিয়োগে
পেয়ে যাই খানিকটা সুখ।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার