হৃদয়তালীয়, তিলার্থ সৌন্দর্য্য, দ্বারকা ও বসন্ত || আরণ্যক টিটোর কবিতা

0


দ্বারকা
…………….………………………………………..
খোল হে … দ্বারকা …
রেখ না গো আর বাহিরে দাঁড়িয়ে …
তোমাকে
ভুলে যাওয়ার কারণ নেই!
জীবননৈকট্যে
ফুলে যাওয়ার কারণ রয়েছে! …
দ্বারকা হে
সুদর্শন
চক্রময়, ক্ষমতাকেন্দ্রের দ্বার
করণ আধারে
খোল কাঠামোর মন— খুলে যাওয়ার কারণবেলায়
মূলে যাওয়ার কারণ রয়েছে …
উঠছে প্রাচীর বেয়ে
কণ্টক আকীর্ণ কুসুমিত ভোর,
বাজিছে
শ্যামল মনে বাঁকা বাঁশের বাঁশরী …
দ্বার
করণ আধারে
কাঁপছে তর্জ্জনী … সমুদ্রশোভিত জনগণমনে …

খোল হে, দ্বারকা …

 

 


বসন্ত
…………………………………………
বসন্ত,
বসন ত্বরণ কর …
কুহুকুহু … কুহুতানে … সবুজ পোষাকে …
পাতায় পাতায় … গাছের শাখায় …
মদনরঙীন
ফুলেল ধনুকে থেকে ছিলার যোজনে
বাঁকানো যায় এমন মন, জাগাও কথায় …
পার্থিব সবুজকামী
ধূসর ধরায়,
বসনবিহীন অনাথ শিশুর রাষ্ট্রকুঞ্জে…
বসন্ত
বসন ত্বরণ কর—
যে ভাবে
ঝুলবারান্দায়
সবুজ কোয়ারেণ্টাইনে
(পৃথিবীর রেপ্লিকার মত) ঝুলে থাকা টবে
ঘ্রাণের উৎসবে
করবীর মন
ফুটে আছে ফুলময়
সৌন্দর্য্যশোভিত ভারে …

 

 


হৃদয়তালীয়
……………………………………………….
আদিগন্ত সবুজপ্রচ্ছদপটে
নির্ম্মল হাসির ফোয়ারায় ঝুলে থাকা
উদোম আকাশ
বুকে নিয়ে
ঝিরিঝিরি বয়ে চলা
কাশফুলময়
নদীর কিনারে
আপনার সাথে আমার হঠাৎ দেখা
মূলতঃ
হৃদয়তালীয় ব্যাপার,
কাকতালীয় না।
অতএব
এখন আমরা
যে কবিতা অনুধাবন করতে পারি,
তাহা হল—
শরতের বৃষ্টি,
সুন্দর মনের মতন হঠাৎ এসে
আমূল
ভিজিয়ে চলে যায়,
রেখে যায় মর্ম্ম, সৌন্দর্য্যের! পথচলার!!

 

 


তিলার্থ সৌন্দর্য্য
……………………………………………….
নন্দন কাননে
ঘামের শিশিরে ভেজা চিবুকে ফুটেছে
তিলের গরিমা—
স্বাদনপিয়াসিমন হরণে আকুল …
কাজল রাতের আভাময়
উন্মোচনে
আরো কোথায় কোথায় রয়েছে লুকিয়ে
(মুখরিত মন
উচাটন) আবিষ্কারে …
নোটন নোটন বোলে … তালে … জেগে যেতে পারে পাড়া!
টুপ্ টাপ্ শিশির পতনে ভেঙ্গে যেতে পারে
সবুজ শাখায়
নিবিড় ভাষায় ফুটে থাকা ফুলেদের ঘুম …
অতএব
নীরব কথায় তিলাওয়াত হোক তিলার্থ সৌন্দর্য্য!
কথার ফোয়ারা …
একটুও না … হিস্ স্ স্ স্ স্ স্ …

 

 

আরণ্যক টিটোআরণ্যক টিটো
জন্ম—
জুন, ০৬, ১৯৭৭।
জন্মস্থান—
উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ী, পটিয়া, চট্টগ্রাম, বাঙলাদেশ।
[(শৈশব কৈশোর ও তারুণ্যের সময়যাপন) বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে।]
প্রকাশিত কবিতার বই—
ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)।
প্রকাশিতব্য বই—
অর্দ্ধনারীশ্বরবাদ : প্রকৃতিপুরুষতত্ত্ব (নন্দনতত্ত্ব), বটতলার বয়ান (ভাষাতাত্ত্বিক গদ্য) ও উদ্ভিদপ্রতিভা (কবিতা)।
সম্পাদক— চারবাক।

প্রচ্ছদ : মেহেরাজ হাসান শিশির
আলোকচিত্র : ইণ্টারনেট থেকে

{হৃদয়তালীয়, তিলার্থ সৌন্দর্য্য, দ্বারকা ও বসন্ত || আরণ্যক টিটোর কবিতা প্রথমে প্রকাশ করে লিটল ম্যাগাজিন ‘বিন্দু’। [বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ ও ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক ভাষাদর্শন (কলিম খান-রবি চক্রবর্ত্তী) অনুসৃত] চারবাক-এর বানান রীতিতে পুনঃপপ্রকাশিত হল।
— সম্পাদকীয়}

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার