ই-বুকঃ ফুলেরা পোশাক পরে না || আরণ্যক টিটো

0

39520185_2003099549741399_4977636542219550720_n

 

 

 

 

প্রথম প্রকাশ : আগষ্ট ২০১৮
প্রকাশক— মনফকিরা  [ https://www.monfakira.com/3050-2/ ]

 

স্বত্ব:
সর্ব্বনাম চৌধুরী (অমিয়)
সর্ব্বপ্রিয় চৌধুরী (দামাল)

 

‘লেখা’ শব্দটি ক্রিয়া। ক্রিয়া ব্যতীত কোন মানুষ নেই, এমনকী প্রকৃতিজগতে অন্যান্য প্রাণীও। এই ব্রহ্মাণ্ড ক্রিয়াশীল… সচলতা ছাড়া জীবন চলে না! আর এই লেখালিখি, ক্রিয়া, বিষয়টার সাথে, মনের মাজারে নড়নচড়নমনা বাউলটার (নন্দনতাত্ত্বিক) মরমযাতনা আছে! যার মর্ম্মে কানাকানি জানাজানি করে জীবনপ্রকৃতি, তার কাঙ্ক্ষা— প্রাপ্তি ও হতাশার দ্বান্দ্বিক মিথষ্ক্রিয়ায় যে রসটুকু বের হয়ে আসে তারই সার এই লেখা! এই লেখালেখি “আড়াই অক্ষরে” বলা যেতে পারে নিজেকে/প্রকৃতিকে বিনির্ম্মাণ কিংবা প্রকাশ…

আর এই প্রকাশতত্ত্বের পথে (দীর্ঘ ২৪ বৎসরের বাক্যচর্চ্চার সারমর্ম্ম) ‘ফুলেরা পোশাক পরে না’ প্রথম পদক্ষেপ… যেখানে ১৭৮টি কবিতায় (পুরুষবাদিতা কিংবা নারীবাদিতার বিপরীতে) ধরতে চাওয়া হয়েছে এমন এক (নন্দনতাত্ত্বিক) অভিসন্দর্শন— মর্ম্মটুকু এই: শিল্প হল অর্দ্ধনারীশ্বর, যাহার অর্দ্ধেক শিব… অর্দ্ধেক পার্ব্বতী!…

এই বইদেশে ভূমিকা না শুনে ভিতরে ঢোকেন… এটুকু কেবলি ইঙ্গিত, এর পাতায় পাতায় ভাঁজে ভাঁজে লুক্কায়িত মর্ম্মকে জানতে পাঠ করুন, নক্‌শিকথায় বোনা সুতোর কাহন… উদ্‌যাপনের কথামালা… বাংলাসাহিত্যের অর্দ্ধনারীশ্বরকাণ্ড… বিশ্বদৃষ্টির পরম্পরা… ব্যক্তিস্বাতন্ত্র্যতাবাদী এককের বিপরীতে সমগ্রতার যুক্তাঞ্চল!… যার রচয়িতা মারা গেছে সৃজন বর্ষায়, খুঁজেও পাবেন না তাহাকে জলের বাসরে…

ফুলেরা পোশাক পরে না পড়তে ক্লিক  [ https://fuleraposhakporena.blogspot.com/2019/09/blog-post_792.html ]

ফুলেরা পোশাক পরে না’র উপর সাহিত্যিক ও অনুবাদক আলম খোরশেদের আলোচনা ।শুনতে ক্লিক [ https://youtu.be/cVt_W_jssTs ]

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার