ফ্যাসিবাদ, বন্দীর জবান, কচুবাসি ও জিজ্ঞাসিব কবিগণে || আরণ্যক টিটো

0

ফ্যাসিবাদ
………………………………………………
ক স্বপ্ন দেখে, একদিন পৃথিবীটা বেগুনী রঙের পতাকায় ভরে যাবে!…
খ স্বপ্ন দেখে, একদিন পৃথিবীটা নীল রঙের পতাকায় ভরে যাবে!…
গ স্বপ্ন দেখে, একদিন পৃথিবীটা আকাশী রঙের পতাকায় ভরে যাবে!…
ঘ স্বপ্ন দেখে, একদিন পৃথিবীটা সবুজ রঙের পতাকায় ভরে যাবে!…
ঙ স্বপ্ন দেখে, একদিন পৃথিবীটা হলুদ রঙের পতাকায় ভরে যাবে!…
চ স্বপ্ন দেখে, একদিন পৃথিবীটা কমলা রঙের পতাকায় ভরে যাবে!…
ছ স্বপ্ন দেখে, একদিন পৃথিবীটা লাল রঙের পতাকায় ভরে যাবে!…

যে রঙের পতাকায় ভরে যাক না রে…
                                 তবে মতাদর্শ প্রতিষ্ঠার অপর নাম ফ্যাসিবাদ!…

লোকগুলো দেখছে না—
একপশলা বৃষ্টির পরে আকাশে হাসছে রংধনু!
জলের আদরে নেয়ে… গেয়ে…
প্রকৃতির
রঙের বিচিত্রা খুলে হাসছে বাগান, জুঁই চাঁপা বেলী গোলাপ বকুল টগর ও কামিনীর…

 

বন্দীর জবান
………………………………
মাননীয়,
ইতিহাসের অনেক মহানের হাত রক্তে রঞ্জিত…
সে হিসাবে
আমার বিচারে ঘোষিত যে অপরাধ(!)
তাহা লঘু…
হতে পারে
একদিন
হব আমি প্রদীপের ফেরিঅলা
কিংবা পথহারা নাবিকের দিশাময় বাতিঘর
কিংবা আলোর একাডেমী…
যার মাঝে
প্রদীপের আলোর নীচের অন্ধকার নিয়ে গবেষণা করে
আচার্য্য হবেন আগামীর সন্তানেরা,
পৃথিবীর মঙ্গলযাত্রায়…
মাননীয়,
সম্ভাবনার মৃত্যু ঘটানোও অপরাধ!
যার কারণেও
একদিন কাঠগড়া প্রস্তুত হতে পারে…

 

কচুবাসি
…………………
কচু ছাড়া সবকিছুতেই ভেজাল।
নির্ভেজাল খাবার দুষ্প্রাপ্য হয়ে গেছে।
— বলেছেন মহামান্য।

তাই আমি
তোমাকে কচুর মত ভালবাসি…
যার (গোড়া থেকে আগা) স-ব-কি-ছু-ই আস্বাদনীয়!
প্রিয় জীবন আমার,
বল গো আমাকে, কচু খা! কচু খা!…
(খাব কচ্ কচ্… অ… অঅঅ…   
উ… উউউ… কর না গো তুমি…)

জীবন,
তোমাকে কচুবাসি… না-হলে মহান রাষ্ট্র!
প্রকাশ্যে
করবে কচুকাটা…

 

জিজ্ঞাসিব কবিগণে
………………
এত
(টনকে টন) কী লিখছ হে বুড়োখোকা?
মন ও মননে
তুলকালাম বাধাতে
একটি দু’টি বাক্যের বেশী তো লাগে না!
হা-হা হা-হা হা-হা…
হাসির তুফানে
এইসব
বিষবাক্য
তীরের ফলায় (অলক্ষ্য!) কাহাকে যেন
                                             কথার ধনুক থেকে ছুড়ছে
রাস্তার মোড়ের পাগলটি…
ঘটনার সাক্ষাতে
ভাবছি
জিজ্ঞাসিব কবিগণে
কবুয়াত পেতে/কবি হতে কয় টন লেখা লাগে?

আ-হা
জ্ঞান, পড়ছে উপচে… ডাষ্টবিনে…

 

 

23795251_1663334800384544_3915019098391370471_nআরণ্যক টিটো
জন্ম : জুন, ০৬, ১৯৭৭।
জন্মস্থান : উত্তর গোবীন্দর খীল, হাঁদু চৌধুরী বাড়ী, পটিয়া, চট্টগ্রাম।
(শৈশব কৈশোর ও তারুণ্যের সময়যাপন)
বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই, চট্টগ্রাম) নানার বাড়ীতে…।
প্রকাশিত কবিতার বই : ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক : মনফকিরা, কলিকেতা)।
সম্পাদক : চারবাক।

শেয়ার করুন

মন্তব্য

টি মন্তব্য করা হয়েছে

Leave A Reply

শেয়ার